সকালে উঠে পড়াশুনা করলাম কিছুক্ষণ। এরপর ব্রেকফাস্ট করে IQC তে গেলাম। সামার স্কুল। জেটল্যাগ হয়নি একদম। ক্লাসগুলোও ফলো করতে পেরেছি ঠিকঠাক। এটা কি বেশি বেশি ভেজিটেবল খাওয়ার কারণে? ব্যাপারটা ইনভেস্টিগেট করতে হবে। ক্লাস শেষে লাউঞ্জে বসে কাজ করছিলাম পেপার রিভিউটা নিয়ে। এখানে রুমগুলো ছোট, আর দেয়াল স্বচ্ছ হওয়ায় অস্বস্তিকর। তবে লাউঞ্জগুলো খুব সুন্দর। আলা নামের একটা ছেলের সাথে পরিচয় হলো। এখানকার মাস্টার্স ছাত্র। ও আমার জন্য পেপার প্রিন্ট করে দিলো।
Tuesday, July 30, 2013
Monday, July 29, 2013
কর্মকাণ্ড ২৬
সকালে উঠে খেয়েদেয়ে, রাঘবকে নিয়ে গেলাম আবার কেনাকাটায়। বই কিনলাম দুটো। বোরহেসের দ্য আলেফ। আর ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ডিস্টোপিয়ান সাইফাই গল্পের সংকলন। দেখা যাক কেমন হয়। এরপর রাতে প্লেনে উঠে রওনা দিলাম কানাডার পথে। দক্ষিণ কোরিয়ার সিউলের ইচিলন এআরপোর্টে ৫ ঘন্টার ট্রান্সিট ছিলো। বেঞ্চে ঘুমিয়েছি। তারপর আবার প্লেনে উঠে চলে এলাম। এন্টারটেইনমেন্ট সিস্টেমের মুভিগুলো ছিলো সব ক্র্যাপ। তাই গল্পের বই ই বেশি পড়া হয়েছে।
কর্মকাণ্ড ২৫
শুক্রবার সকালে, লোইক কে প্রেজেন্টেশনের ফাইনাল স্লাইডগুলো দেখালাম। সবকিছু ঠিকঠাক করা হলো। অবশ্য মৃদু ঘষামাজা বাকি এখনো। আজ কালের মধ্যে করে ফেলতে হবে। এর পর কেনাকাটা করলাম সন্ধ্যায়। ইশতিয়াকের সাথে গিয়ে ব্যাগ কিন্তে গিয়ে রাত ২ টা বাজলো। সঙ্গে টি-শার্ট কিনেছি।
Thursday, July 25, 2013
কর্মকান্ড ২৪
আজ কী করলাম? ঘুম থেকে উঠে গল্পের বই পড়াটা ইফিশিয়েন্ট হচ্ছে না। আধোঘুম আধো জাগরণে, অনেক বেশি সময় লাগে। এইটা আবিষ্কার করলাম আজ। কাপড় ধোয়া হলো। অফিসে আসতে আসতে ১ টা। খেয়ে দেয়ে বসলাম ছবি আঁকতে। স্লাইডের জন্য। কাজটা পেইন হয়ে যাইতেসে। লোইকের কথা না শুনে নিজের মত করলেই ভালো হতো। নিজের বুদ্ধিতে, ফকির হওয়াও ভালো। একটা ইন্টারেস্টিং সেমিনার অ্যাটেন্ড করলাম। কোয়ান্টাম সিস্টেম ব্যবহার করে থার্মোডাইনামিক্স এক্সপেরিমেন্ট। না ঘুমিয়ে, লেকচার শোনার উপায় আবিষ্কার করেছি। প্রতিটা কথা বুঝতে চেষ্টা করতে হবে অ্যাক্টিভলি। হাল ছাড়লেই ঘুম আসে।
কর্মকাণ্ড ২৩
গতকাল সাতার কাটলাম ১ কিলোমিটার। এ ছাড়া আর কী করেছি মনে পড়ছে না। ওহ, ডালের একটা গল্প পড়েছি। হিচহাইকার্স গাইডও পড়েছি খানিকটা। আর একটা গল্প বানিয়েছি। লেখা হয়নি অবশ্য। প্রেসার ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। এখন থেকে কোনো দায়িত্ব নিয়ে চাপ মনে হলে সরাসরি বলে দেব যে কাজটা আমি করবো না। অথবা, অফিসে বসে, এখন করি, তখন করি করে সময় নষ্ট করাটাও বাদ দিতে হবে। অল্প একটু কাজ করবো। বাকি সময় ইচ্ছে মত থাকবো। চাপ নিলে কিছু করতে পারি না।
Wednesday, July 24, 2013
কর্মকাণ্ড ২২
গতকাল একটা গল্প লিখেছি। শেষ গল্পটা লিখেছিলাম তিন বছরেরও বেশি সময় আগে। ০৫/০৩/২০১০ তে। নাম সুবর্ণভূমে। এই কারণে বেশ ভালো লাগছে। এছাড়া ইউজুয়াল কাজ কর্ম করা হয়েছে। স্লাইড, পড়াশুনা, বইরোদ দেওয়া, TIMC এইসব। তিন বছর আগে আমার কোনো সন্তান জন্ম হলে, তাকে এখন আগের গল্পগুলো শোনানো যেত। কত দীর্ঘ সময় হেলায় ফেলায় কাটালাম! আজ জেফ্রাঙ্কের একটা কথা ভালো লাগলো। সে তার বন্ধুদের ধন্যবাদ দিচ্ছে,
"Thank you for not hurting me, despite being in a position of being able to hurt me much more than most people could."-এটা বলে। আমি যাদেরকেই এই স্থানটা দিয়েছি, তারা কেউ তার মর্যাদা রাখতে পারেনি। এত পেইন যে খেয়েছি। ক্রাইম এন্ড পানিশমেন্ট টাইপের কালোতীর্ণ উপন্যাস লেখার রসদ জোগাড় হয়ে গেছে তাতে।
Tuesday, July 23, 2013
কর্মকাণ্ড ২১
গতকাল কী করলাম? হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি পড়া হলো। ইলাস্ট্রেটরে নতুন কিছু জিনিশ শিখলাম। TIMC শুনতে শুনতে রান্না করলাম। খিচুড়ি। সাঁতার কাটলাম ১ কিলোমিটার। ডেমো টক দিলাম। তার জন্য স্লাইড প্রিপেআর করলাম। এইতো, এভাবেই দিনটা কেটে গেল। বোঝাই যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না দিনকাল।
Subscribe to:
Posts (Atom)