কদিন ধরে জিআরপি রিপোর্ট লিখতে লিখতেই জীবন শেষ হয়ে গেল। আজ সকালে একটা কম্প্লিট ভার্সন দাঁড়া করাতে পারলাম। এরপর IMS এ গিয়ে আনসার্টেইনিটি রিলেশনের উপর টক দেখে আসলাম একটা। আর এখন বসে বসে সময় নষ্ট করছি। এভাবে চলতে পারে না।
Tuesday, August 27, 2013
Sunday, August 25, 2013
কর্মকাণ্ড ৪৯
সকালে ঘুম ভাঙলো ৪ টার দিকে। থ্রিমেন ইন এ বোট এর এক চ্যাপ্টার পড়লাম। তারপর ব্রেভ নিউ ওয়ার্ল্ড কালেকশনটা থেকে প্রথম গল্পটা পড়লাম। বাজলো ৬ টা। এর পর ঘুম দিলাম ৯ টা পর্্যন্ত। ব্রেকফাস্টের পরে ল্যাবে গিয়ে ক্যালিবর ইন্সটল করলাম। আমার ব্যবহার করা অন্যতম সেরা সফটওয়ার। ইবুক ম্যানেজমেন্টের। ছেলেটা, কোভিদ গয়াল, ক্যালটেকে কোয়ান্টাম কম্পিউটিং এ পিএইচডি করতো। এখন ছেড়ে দিয়ে এই সফটওয়ারটা চালাচ্ছে। আমারই মনে হচ্ছিলো ওকে কিছু ডোনেট করি। আশাকরি করবো। দুপুরে বাড়ির কন্ট্রাক্ট রিনিউ করলাম। তারপর ফিরে গিয়ে লিখতে বসলাম। কোয়ান্টাম ইনফরমেশনের ইন্ট্রোডাকশন। রাত ১১ টা পর্্যন্ত লিখলাম। একটা অবস্থায় পৌছেছে। কাল বাকি কিছু লিখে ঘষামাজা করতে হবে। সব মিলিয়ে দিনটা ভালোই গেল। কর্মমুখর। এমন দিন ভালো লাগে।
Wednesday, August 21, 2013
কর্মকাণ্ড ৪৮
গতকাল থিসিসের এক চ্যাপ্টার লিখলাম। দুপুরে ফ্রীবুফে ছিলো এখানে। সন্ধ্যায় গতবার ফিজিক্সে নোবেল লরিয়েটের বক্তৃতা শুনলাম। শেষে রিসেপশন ডিনার ছিলো। সব শেষ হতে ঘড়িতে বাজে ৯ টা। কিন্তু ততক্ষণে প্রচন্ড ঘুম পেয়েছে। বাসায় এসে ঘুমালাম।
Tuesday, August 20, 2013
কর্মকাণ্ড ৪৭
গতকাল পোস্টার ফাইনাল করে প্রিন্ট করতে দিয়েছি। আজ হাতে পাবো। এর পর গিয়ে দিলাম বাসায় ঘুম। বেলা বাজে তখন তিন টা। উঠে দেখি রাত ১১টা বাজে। সুপার্থকে নিয়ে খেতে গেলাম রুটিপারাটা শপ এ। ফিরে এসে ব্লগ পড়লাম কিছু। সত্যপীরের লেখা গল্প ভালো লাগলো। এক সময় আবার ঘুমালাম। বোঝাই যাচ্ছে খুব একটা কর্মমুখর হয়নি।
Monday, August 19, 2013
কর্মকাণ্ড ৪৪-৪৬
শুক্রবারে, পোস্টার বানাতে বসেছিলাম। শেষ করিনি। এ ছাড়া তেমন কাজের কাজ কিছু হয়নি।
শনিবারে, উডিএলেনের মুভি দেখলাম। ডালের বইটা শেষ করলাম।
রবিবারেও, উডিএলেনের আরো দুটো মুভি দেখলাম!!!
কাজ কর্মের হাল বোঝাই যাচ্ছে...
Friday, August 16, 2013
কর্মকাণ্ড ৪৩
গতকাল দিনটা ভালো গেল না। বেশ ঠান্ডা লেগেছিলো। সুপারভাইজরের সাথে মিটিং এর পরে, দুপুরে ফিরে গেলাম। বাসায় গিয়ে ঘুম। উঠে দেখি বাজে রাত ১০ টা! আবার ঘুমালাম। সকালে উঠে আজকের দিন শুরু হলো। হর্হে লুইস বোর্হেস এর দ্য আলেফ বইটা শেষ করেছি।
Wednesday, August 14, 2013
কর্মকাণ্ড ৪২
গতকাল কিছুক্ষণ টাইপসেটিং এর চেষ্টা করলাম। ইলাস্ট্রেটরে। বলা বাহুল্য, ব্যর্থ হয়েছি। আবার বসতে হবে। উলভেরিন মুভিটা দেখলাম। চলে। তবে একটা গল্প এসেছিলো। লিখিনি। এটা ভুল হয়েছে। এছাড়া সাঁতারও কাটা হয়নি। আজ যেতে হবে। বেশ কিছু গল্প জমে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।
Subscribe to:
Posts (Atom)