Monday, November 12, 2012

ওসিআর প্রোজেক্ট

ওসিআর প্রোজেক্টের প্রটোটাইপ তৈরি করার কাজ শুরু করা দরকার। এই প্রোজেক্টের আইডিয়া মাথায় আসার পরে গত দেড় বছরে দারুণ কিছু জিনিস শিখেছি। মূলত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সংক্রান্ত। আশাকরি ভবিষ্যতেও ঐ শিক্ষা কাজে লাগাতে পারবো।

আজকাল প্রোগ্রামিং করার জন্য হাত নিশ-পিশ করছে। প্রোটোটাইপটা তৈরি করে ফেলার তাই এখনই শ্রেষ্ঠ সময়। 

No comments:

Post a Comment