ওসিআর প্রোজেক্টের প্রটোটাইপ তৈরি করার কাজ শুরু করা দরকার। এই প্রোজেক্টের আইডিয়া মাথায় আসার পরে গত দেড় বছরে দারুণ কিছু জিনিস শিখেছি। মূলত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সংক্রান্ত। আশাকরি ভবিষ্যতেও ঐ শিক্ষা কাজে লাগাতে পারবো।
আজকাল প্রোগ্রামিং করার জন্য হাত নিশ-পিশ করছে। প্রোটোটাইপটা তৈরি করে ফেলার তাই এখনই শ্রেষ্ঠ সময়।
আজকাল প্রোগ্রামিং করার জন্য হাত নিশ-পিশ করছে। প্রোটোটাইপটা তৈরি করে ফেলার তাই এখনই শ্রেষ্ঠ সময়।
No comments:
Post a Comment