আজকের দিনটা যে খুব ভালো গিয়েছে তা বলা যাচ্ছে না। সকালে উঠে পিয়ানো প্র্যাক্টিস করলাম কিছুক্ষণ। এর পর ল্যাবে গিয়ে জাফর স্যারের পদত্যাগ সংক্রান্ত খবর আর ব্লগপোস্ট ফলো করতে গিয়ে মেজাজটা বিগড়ে গেল। ফলে সারাদিন আর পড়ায় মন দিতে পারিনি। সমাজসংসার থেকে নিজেকে মুক্ত করতে পারছি না যে কেন! সন্ধ্যায় আইসিআইটিএস কনফারেন্সের রিসেপশন ছিলো, সেখানে খেয়ে এসে ঘরে ফিরলাম। কাল সকাল থেকে কনফারেন্স টক অ্যাটএন্ড করতে হবে। আর নিজের টকের প্রিপারেশন নিতে হবে। ইনফিনাইট মানকি কেইজ এর নতুন সিজন শুরু হয়েছে। আজকে এই সিজনের দ্বিতীয় পর্ব শুনতে শুরু করেছি। গুরু অ্যালান মুর আছেন এই পর্বে। তিনি সাপ পুজারী।
সারাদিনের হাইলাইট হচ্ছে ছোটোবোনের ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার খবর। একটা দুঃশ্চিন্তা দূর হলো। ক্যাফেইন ইনটেক কমাতে হবে। টিনিটাস বেড়ে গেছে ভয়াবহ রকমে। ব্রেইনের অনেক অংশ গারবেজ দিয়ে ভরে গেছে। সেগুলোকে রিওয়ারিং করা দরকার। বাংলা পড়তে হবে বেশি বেশি।
সারাদিনের হাইলাইট হচ্ছে ছোটোবোনের ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার খবর। একটা দুঃশ্চিন্তা দূর হলো। ক্যাফেইন ইনটেক কমাতে হবে। টিনিটাস বেড়ে গেছে ভয়াবহ রকমে। ব্রেইনের অনেক অংশ গারবেজ দিয়ে ভরে গেছে। সেগুলোকে রিওয়ারিং করা দরকার। বাংলা পড়তে হবে বেশি বেশি।
No comments:
Post a Comment