Wednesday, March 4, 2015

ওয়ার্ডপ্রেস নিয়ে খেলাধুলা

১) এটা করতে প্রথমে xampp ইন্সটল করতে হবে। যেন নিজের কম্পিউটারেই একটা সার্ভার হয়ে যায়।
২) এর পর xampp এর কন্ট্রোল প্যানেল/ ড্যাশবোর্ড থেকে mySQL চালু করতে হবে।
৩) এরপর wikihow এর এই লিঙ্ক মোতাবেক ওয়ার্ডপ্রেস নামিয়ে xampp এর htdocs ফোল্ডারে পেস্ট করে সেট আপ করে ফেলতে হবে http://www.wikihow.com/Install-Wordpress-on-XAMPP
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে এক্সেস পাওয়া যাবে।
৪) শুরুতে সবকিছু ইনসিকিওর থাকে। এই অবস্থাতেই শুরুর নাড়াচাড়া করতে চাই। পরে অবশ্যই xampp এর সার্ভার সহ সব কিছু