১) এটা করতে প্রথমে xampp ইন্সটল করতে হবে। যেন নিজের কম্পিউটারেই একটা সার্ভার হয়ে যায়।
২) এর পর xampp এর কন্ট্রোল প্যানেল/ ড্যাশবোর্ড থেকে mySQL চালু করতে হবে।
৩) এরপর wikihow এর এই লিঙ্ক মোতাবেক ওয়ার্ডপ্রেস নামিয়ে xampp এর htdocs ফোল্ডারে পেস্ট করে সেট আপ করে ফেলতে হবে http://www.wikihow.com/Install-Wordpress-on-XAMPP
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে এক্সেস পাওয়া যাবে।
৪) শুরুতে সবকিছু ইনসিকিওর থাকে। এই অবস্থাতেই শুরুর নাড়াচাড়া করতে চাই। পরে অবশ্যই xampp এর সার্ভার সহ সব কিছু
২) এর পর xampp এর কন্ট্রোল প্যানেল/ ড্যাশবোর্ড থেকে mySQL চালু করতে হবে।
৩) এরপর wikihow এর এই লিঙ্ক মোতাবেক ওয়ার্ডপ্রেস নামিয়ে xampp এর htdocs ফোল্ডারে পেস্ট করে সেট আপ করে ফেলতে হবে http://www.wikihow.com/Install-Wordpress-on-XAMPP
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে এক্সেস পাওয়া যাবে।
৪) শুরুতে সবকিছু ইনসিকিওর থাকে। এই অবস্থাতেই শুরুর নাড়াচাড়া করতে চাই। পরে অবশ্যই xampp এর সার্ভার সহ সব কিছু
No comments:
Post a Comment