আজ দিনটা শুরু হলো অদ্ভুত ভাবে। ঘুম থেকে উঠে দেখি আমার গুগল ক্যালেন্ডারে রহস্যময় একটা ইভেন্ট। প্লিজ আই নিড ইউর হেল্প নামে। পরে দেখা গেল এটা একটা স্পাম। অফিসে এসে আজ গিটার বাজালাম। ১৮ নাম্বার প্র্যাক্টিস শিট টা প্রিন্ট করে আবার তুললাম। শরের, স্টাডি ইন সি এর ৩১ এর ১ বাজাতে গিয়ে অবস্থা কাহিল। মাত্র কয়েক মেজার তুলতে পেরেছি তাও হচ্ছে না। দেখি কাল, বেজগুলো বাদে প্র্যাক্টিস করতে হবে। ফাইনম্যানকে নিয়ে বসা হলো না আজও। অবশ্য থ্রিমেন ইন আ বোট পড়া হয়েছে সকালে খানিকটা। নতুন তথ্য জানা গেল। নিউরো সাইটিস্টরা গবেষণা করে বের করেছে, শরীরে আলতোভাবে হাত বা আঙুল বোলানোর অপটিমাল স্পিড হচ্ছে ৫ সেন্টিমিটার প্রতিসেকেন্ড।
Sunday, September 8, 2013
Friday, September 6, 2013
কর্মকাণ্ড ৫২
আজকদিন সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেশের বর্ষাকালের মত। ঝুম ঝুম টানা বৃষ্টি। ঘুম থেকে উঠে গল্পের বই পড়তে ইচ্ছে হয় তাই। পড়িও। আজ জেমন ড্যান ব্রাউনের ইনফার্ণো পড়লাম। অর্ধেকটা পড়া হয়েছে। গতিময় বই। কিন্তু অনেক আর্ট হিস্ট্রি, আর স্থানের বর্ণনায় ভরা। মাঝে মধ্যে গুগল করে বর্ণিত স্থান, চিত্রকলা, এসব দেখে নিচ্ছি।
একটা মজার জিনিস হলো, কোনো সিকুয়েন্সে, বর্ণনা না পড়ে শুধু কথপোকথনগুলো পড়লেই মূল কাহিনি ধরা যাবে বেশিরভাগ সময়। অনেক চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য এসবের বর্ণনা ইতিহাস স্রেফ বর্ণনার খাতিরেই দেওয়া। অল্প কিছু বাদে। যাই হোক। আজ এছাড়া আর কোনো কাজ হলো না। এন্ডার'স গেমের একটা রিভিউ লিখেছি অবশ্য।
একটা মজার জিনিস হলো, কোনো সিকুয়েন্সে, বর্ণনা না পড়ে শুধু কথপোকথনগুলো পড়লেই মূল কাহিনি ধরা যাবে বেশিরভাগ সময়। অনেক চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য এসবের বর্ণনা ইতিহাস স্রেফ বর্ণনার খাতিরেই দেওয়া। অল্প কিছু বাদে। যাই হোক। আজ এছাড়া আর কোনো কাজ হলো না। এন্ডার'স গেমের একটা রিভিউ লিখেছি অবশ্য।
Tuesday, September 3, 2013
কর্মকাণ্ড ৫১
GRP রিপোর্ট জমা দিয়েছি। এর পর দুটো গল্পের বই পড়া হলো। টেরি প্রাচেটের স্মল গড্স, এবং ওরাসন স্কট কার্ডের এন্ডারস গেম। দুটো বই-ই মাস্টারপিস। উডিএলেনের একটা মুভিও দেখলাম। স্লিপার। সাইন্সফিকশন কমেডি।
Subscribe to:
Posts (Atom)