আজকদিন সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেশের বর্ষাকালের মত। ঝুম ঝুম টানা বৃষ্টি। ঘুম থেকে উঠে গল্পের বই পড়তে ইচ্ছে হয় তাই। পড়িও। আজ জেমন ড্যান ব্রাউনের ইনফার্ণো পড়লাম। অর্ধেকটা পড়া হয়েছে। গতিময় বই। কিন্তু অনেক আর্ট হিস্ট্রি, আর স্থানের বর্ণনায় ভরা। মাঝে মধ্যে গুগল করে বর্ণিত স্থান, চিত্রকলা, এসব দেখে নিচ্ছি।
একটা মজার জিনিস হলো, কোনো সিকুয়েন্সে, বর্ণনা না পড়ে শুধু কথপোকথনগুলো পড়লেই মূল কাহিনি ধরা যাবে বেশিরভাগ সময়। অনেক চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য এসবের বর্ণনা ইতিহাস স্রেফ বর্ণনার খাতিরেই দেওয়া। অল্প কিছু বাদে। যাই হোক। আজ এছাড়া আর কোনো কাজ হলো না। এন্ডার'স গেমের একটা রিভিউ লিখেছি অবশ্য।
একটা মজার জিনিস হলো, কোনো সিকুয়েন্সে, বর্ণনা না পড়ে শুধু কথপোকথনগুলো পড়লেই মূল কাহিনি ধরা যাবে বেশিরভাগ সময়। অনেক চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য এসবের বর্ণনা ইতিহাস স্রেফ বর্ণনার খাতিরেই দেওয়া। অল্প কিছু বাদে। যাই হোক। আজ এছাড়া আর কোনো কাজ হলো না। এন্ডার'স গেমের একটা রিভিউ লিখেছি অবশ্য।
No comments:
Post a Comment