Sunday, September 8, 2013

কর্মকাণ্ড ৫৩

আজ দিনটা শুরু হলো অদ্ভুত ভাবে। ঘুম থেকে উঠে দেখি আমার গুগল ক্যালেন্ডারে রহস্যময় একটা ইভেন্ট। প্লিজ আই নিড ইউর হেল্প নামে। পরে দেখা গেল এটা একটা স্পাম। অফিসে এসে আজ গিটার বাজালাম। ১৮ নাম্বার প্র্যাক্টিস শিট টা প্রিন্ট করে আবার তুললাম। শরের, স্টাডি ইন সি এর ৩১ এর ১ বাজাতে গিয়ে অবস্থা কাহিল। মাত্র কয়েক মেজার তুলতে পেরেছি তাও হচ্ছে না। দেখি কাল, বেজগুলো বাদে প্র্যাক্টিস করতে হবে। ফাইনম্যানকে নিয়ে বসা হলো না আজও। অবশ্য থ্রিমেন ইন আ বোট পড়া হয়েছে সকালে খানিকটা। নতুন তথ্য জানা গেল। নিউরো সাইটিস্টরা গবেষণা করে বের করেছে, শরীরে আলতোভাবে হাত বা আঙুল বোলানোর অপটিমাল স্পিড হচ্ছে ৫ সেন্টিমিটার প্রতিসেকেন্ড। 

No comments:

Post a Comment