Monday, March 10, 2014

জুদ্দে জাবো

সংগ্রহে রাখার মত একটা কবিতা!! :D

@জুদ্দে জাবো @
জুদ্দে জাবো গো বৌ
বনদুকখানা দেও ,
জুদ্দে জাবো সবাই
আটকাইঅ না কেও ।
জুদ্দে জাবো
মযলুম নেতার জীবন বাচাব আমরা ,
জুদ্দে জেয়ে
নাষ্তিকদের বুক ধরে কামড়া ।
জুদ্দে জাবো
রাজপতকে করে দিব লাল
জুদ্দে জেয়ে
জালিমের মাথায় বাংবো কাঠাল ।
জুদ্দে জাবো মেশিন নিয়ে
রকতো রকতো খেলা ,
জুদ্দ হবে
প্রিয় নেতার আসল মীলনমেলা ।
@কবি আবদুল বাসেত@
@অবিমানী মন নিয়ে লেখা@


No comments:

Post a Comment