Monday, October 15, 2012

ছয় ধাপে অ্যালগরিদম


অ্যালগরিদম চারিদিকে,

যোগের অ্যালগরিদম
গুণ, ভাগ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইত্যাদির অ্যালগরিদম।

ছবি এঁকে অ্যালগরিদম। (ফ্লো চার্ট)

কার্ডে লিখে লিখে গসাগু গণনা। যেখানে এক বন্ধুকে লাল কার্ড আর সবুজ কার্ডে সংখ্যা দুটি লিখে দিলে সে ভাগ করে অবশিষ্ট জানিয়ে দেয়।

গুণ করতে পারলে একটা সংখ্যা তালিকা থেকে বলে দেওয়া কিছু সংখ্যা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো দ্রুত গুণ করে বলতে পারা।

একাধিক অ্যালগরিদমের মধ্যে কোনটি সেরা। 

No comments:

Post a Comment