Thursday, August 1, 2013

কর্মকাণ্ড ২৯

ক্লাসগুলো মজার হচ্ছে। গতকাল কনফারেন্স ডিনার ছিলো। বৃষ্টির মধ্যে গেলাম ডিনারে। ভারতীয় দুটো ছেলে এসেছে। আন্ডারগ্রাড। খুবই উৎসাহী। একটা গল্প লিখতে শুরু করেছিলাম। সময় পেলাম না শেষ করার। বরহেসের গল্প পড়ে ভালো লাগলো। তার দ্য ইমমরটাল অনবদ্য! 

No comments:

Post a Comment