গত ১২ টা দিন অনেক কিছু করলাম। লিখে না রাখাটা ভুল হয়েছে। এক্স্কার্শনে গিয়ে মেনোনাইট গোষ্ঠির দেখা পেলাম। এরা খৃস্টান। তবে প্রাচীনপন্থী। ঘোড়ার গাড়িতে চড়ে। বিদ্যুত, ইত্যাদি ব্যবহার করে না। পোশাক আশাক সেই ১৮০০ শতকের। মানুষের কত বৈচিত্র!
একটা পরিত্যক্ত খনিতে সাতার কাটলাম। ইলোরা গ্রামে।
পেপার রিভিউটা শেষ করতে সময় লাগলো ডেডলাইনের চেয়ে একদিন বেশি। আমার টকটা ভালোই হয়েছে। ফাবিয়ান বললো বোঝা যায়। স্টেফানি ছবিতে কিছু মডিফিকেশন আনতে বলেছে।
নানান রকম আত্মউপলব্ধি হলো এবার।
নায়াগ্রা জলপ্রপাতের ছবি এবার ভালোমত তুলতে পেরেছি। ডিএস এল আর এর গুষ্টি কিলাই। একটা ফালতু বোঝা। আমার ফোনেই অনেক ভালো ছবি উঠেছে।
এই পোস্টটা একদিন আলসেমী করে লিখিনি। কিভাবে ১২টা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এই যাত্রায় প্লেনের মুভিগুলো ছিলো বস্তাপঁচা। তাই গল্পের বই পড়া হয়েছে।
একটা পরিত্যক্ত খনিতে সাতার কাটলাম। ইলোরা গ্রামে।
পেপার রিভিউটা শেষ করতে সময় লাগলো ডেডলাইনের চেয়ে একদিন বেশি। আমার টকটা ভালোই হয়েছে। ফাবিয়ান বললো বোঝা যায়। স্টেফানি ছবিতে কিছু মডিফিকেশন আনতে বলেছে।
নানান রকম আত্মউপলব্ধি হলো এবার।
নায়াগ্রা জলপ্রপাতের ছবি এবার ভালোমত তুলতে পেরেছি। ডিএস এল আর এর গুষ্টি কিলাই। একটা ফালতু বোঝা। আমার ফোনেই অনেক ভালো ছবি উঠেছে।
এই পোস্টটা একদিন আলসেমী করে লিখিনি। কিভাবে ১২টা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এই যাত্রায় প্লেনের মুভিগুলো ছিলো বস্তাপঁচা। তাই গল্পের বই পড়া হয়েছে।
No comments:
Post a Comment