সকালে ঘুম ভাঙলো ৪ টার দিকে। থ্রিমেন ইন এ বোট এর এক চ্যাপ্টার পড়লাম। তারপর ব্রেভ নিউ ওয়ার্ল্ড কালেকশনটা থেকে প্রথম গল্পটা পড়লাম। বাজলো ৬ টা। এর পর ঘুম দিলাম ৯ টা পর্্যন্ত। ব্রেকফাস্টের পরে ল্যাবে গিয়ে ক্যালিবর ইন্সটল করলাম। আমার ব্যবহার করা অন্যতম সেরা সফটওয়ার। ইবুক ম্যানেজমেন্টের। ছেলেটা, কোভিদ গয়াল, ক্যালটেকে কোয়ান্টাম কম্পিউটিং এ পিএইচডি করতো। এখন ছেড়ে দিয়ে এই সফটওয়ারটা চালাচ্ছে। আমারই মনে হচ্ছিলো ওকে কিছু ডোনেট করি। আশাকরি করবো। দুপুরে বাড়ির কন্ট্রাক্ট রিনিউ করলাম। তারপর ফিরে গিয়ে লিখতে বসলাম। কোয়ান্টাম ইনফরমেশনের ইন্ট্রোডাকশন। রাত ১১ টা পর্্যন্ত লিখলাম। একটা অবস্থায় পৌছেছে। কাল বাকি কিছু লিখে ঘষামাজা করতে হবে। সব মিলিয়ে দিনটা ভালোই গেল। কর্মমুখর। এমন দিন ভালো লাগে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment