Wednesday, August 21, 2013

কর্মকাণ্ড ৪৮

গতকাল থিসিসের এক চ্যাপ্টার লিখলাম। দুপুরে ফ্রীবুফে ছিলো এখানে। সন্ধ্যায় গতবার ফিজিক্সে নোবেল লরিয়েটের বক্তৃতা শুনলাম। শেষে রিসেপশন ডিনার ছিলো। সব শেষ হতে ঘড়িতে বাজে ৯ টা। কিন্তু ততক্ষণে প্রচন্ড ঘুম পেয়েছে। বাসায় এসে ঘুমালাম। 

No comments:

Post a Comment