Friday, August 16, 2013

কর্মকাণ্ড ৪৩

গতকাল দিনটা ভালো গেল না। বেশ ঠান্ডা লেগেছিলো। সুপারভাইজরের সাথে মিটিং এর পরে, দুপুরে ফিরে গেলাম। বাসায় গিয়ে ঘুম। উঠে দেখি বাজে রাত ১০ টা! আবার ঘুমালাম। সকালে উঠে আজকের দিন শুরু হলো। হর্হে লুইস বোর্হেস এর দ্য আলেফ বইটা শেষ করেছি। 

No comments:

Post a Comment