Tuesday, August 27, 2013

কর্মকাণ্ড ৫০

কদিন ধরে জিআরপি রিপোর্ট লিখতে লিখতেই জীবন শেষ হয়ে গেল। আজ সকালে একটা কম্প্লিট ভার্সন দাঁড়া করাতে পারলাম। এরপর IMS এ গিয়ে আনসার্টেইনিটি রিলেশনের উপর টক দেখে আসলাম একটা। আর এখন বসে বসে সময় নষ্ট করছি। এভাবে চলতে পারে না। 

No comments:

Post a Comment