গতকাল কিছুক্ষণ টাইপসেটিং এর চেষ্টা করলাম। ইলাস্ট্রেটরে। বলা বাহুল্য, ব্যর্থ হয়েছি। আবার বসতে হবে। উলভেরিন মুভিটা দেখলাম। চলে। তবে একটা গল্প এসেছিলো। লিখিনি। এটা ভুল হয়েছে। এছাড়া সাঁতারও কাটা হয়নি। আজ যেতে হবে। বেশ কিছু গল্প জমে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment