Tuesday, August 20, 2013

কর্মকাণ্ড ৪৭

গতকাল পোস্টার ফাইনাল করে প্রিন্ট করতে দিয়েছি। আজ হাতে পাবো। এর পর গিয়ে দিলাম বাসায় ঘুম। বেলা বাজে তখন তিন টা। উঠে দেখি রাত ১১টা বাজে। সুপার্থকে নিয়ে খেতে গেলাম রুটিপারাটা শপ এ। ফিরে এসে ব্লগ পড়লাম কিছু। সত্যপীরের লেখা গল্প ভালো লাগলো। এক সময় আবার ঘুমালাম। বোঝাই যাচ্ছে খুব একটা কর্মমুখর হয়নি। 

No comments:

Post a Comment