স্পেস টুরিজম নিয়ে ইনফিনাইট মানকি কেইজের সাম্প্রতিক পর্বটা শুনতে শুনতে এলাম অফিসে। যথারীতি ১২ টার সময় পৌছলাম। সকালে কয়েকপাতা ডেভিড মিচেলের বইটা পড়েছি। এসে দূপুরের লাঞ্চ করলাম। তাপর বসেছি পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন, এবং ইলাস্ট্রেটর নিয়ে।
ইলাস্ট্রেটর টুলটা দারুণ লাগলো। কিছু আঁকিবুকি করতে হবে এটাতে। বিশেষ করে ভেক্টর টাইপোগ্রাফি।
যে ছবিটা একে সবচেয়ে বেশি শিখেছি সেটা এখানে অ্যাটাচ করছি।
এরপর স্লাইডের জন্য কিছু জ্যামিতিক ছবি আঁকতে বসলাম। সেই আঁকিবুকি করতে করতে রাত ১১ টা বেজে গেল। ফিরলাম বাড়ি। অ্যাডবি ইলাস্ট্রেটরের প্রেমে পড়ে গেছি।
ইলাস্ট্রেটর টুলটা দারুণ লাগলো। কিছু আঁকিবুকি করতে হবে এটাতে। বিশেষ করে ভেক্টর টাইপোগ্রাফি।
যে ছবিটা একে সবচেয়ে বেশি শিখেছি সেটা এখানে অ্যাটাচ করছি।
An experiment with form |
No comments:
Post a Comment