Thursday, July 18, 2013

কর্মকাণ্ড ১৭

গতকাল মেধা বিষয়ক একটা লেখা লিখেছি। প্রায় ১১০০ শব্দের। ছোটোবোনদের নানান রকম জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে লেখা। আসলে এতদিন কি শিখলাম তার একটা সামারিও। বোনদের কাজে না লাগলেও আমার লাগবে। এরপর, অ্যালজ্যাব্রায়িক নাম্বার থিওরী, এবং গ্যালোয়া থিওরী নিয়ে পড়তে শুরু করেছি। মাথাটাকে শানিয়ে নেওয়া দরকার। আজ সকাল থেকে গণিত চর্চা করা হলো, আর আরেকটা আর্টিকেল লেখা হলো। অসফল পরিশ্রমি বিষয়ক ডিলেমা নিয়ে। ব্যপারটা আমাকে অনেকদিন ভাবিয়েছে। কেন কিছু মানুষ এত খাটাখাটনি করেও বুদ্ধিমান হয়ে ওঠে না। অবশেষে একটা সমাধান খুঁজে পেয়েছি। এবং অনেক শান্তি লাগছে। আইনস্টাইনের বইটা পড়তে শুরু করেছি। রিলেটিভিটি। আজ টেরি রুডল্ফ একটা লেকচার দিলো, ক্ল্যাসিক্যাল প্রোবাবিলিটি এবং কোয়ান্টাম প্রোবাবিলিটির শক্তির পার্থক্য নিয়ে। খুবই উপভোগ্য ছিলো। এবং অনেক ভাবিয়েছে। নেলী তার মাছগুলোর দায়িত্ব আবার দিয়ে দিয়েছে। ওর সাথে নিটশের বাণী, "Faith: not wanting to know the truth" নিয়ে আলাপ হলো। কার্ল সাগানের কসমস বইটা ধরিয়ে দিলাম ওকে। দেখা যাক। সাঁতারে যাবো। 

No comments:

Post a Comment