দিনটা মোটামুটি গেল। সকালে উঠেই স্লাইডের বাকি কাজ শেষ করলাম। তারপর অফিসে রওনা। এসে ডেমো টক দিলাম। নিজেরই পছন্দ হলো না। অনেক কিছু আপডেট করতে হবে।
রিচুয়ালাইজেশন একটা কাজের জিনিস। এই সিরিজের পোস্টগুলোর পিছ্নে রিচুয়ালাইজেশনের তাড়া কাজ করছে। এখন যাবো, মুস্তফা। বিকাল হয়ে গেছে। রাত বাকি। দেখি কেমন কাটে। আরেকটু বেশি গণিত করতে পারলে ভালো হত। বসে বসে অনেক সময় নষ্ট করেছি আজকে।
রিচুয়ালাইজেশন একটা কাজের জিনিস। এই সিরিজের পোস্টগুলোর পিছ্নে রিচুয়ালাইজেশনের তাড়া কাজ করছে। এখন যাবো, মুস্তফা। বিকাল হয়ে গেছে। রাত বাকি। দেখি কেমন কাটে। আরেকটু বেশি গণিত করতে পারলে ভালো হত। বসে বসে অনেক সময় নষ্ট করেছি আজকে।
No comments:
Post a Comment