Friday, July 19, 2013

কর্মকাণ্ড ১৮

খুব মেজাজ খারাপ। আজ (রবিবার) সুপার্থ থেকে জানতে পারলাম আমার ফেসবুক অ্যাকাউন্ট গত ২রা জুলাই থেকে অ্যাক্টিভেট হয়ে বসে আছে! ফাক!! সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভেট করেছি।
সকালে, লোইকের টিউটোরিয়ালে আসলাম। কয়েন ফ্লিপিং প্রোটকল নিয়ে। আজ মাথাটা ভালো কাজ করেছে। খুবই আনন্দ লাগছে তাই। সম্ভবত গত কয়েকদিন তেমন কথাবার্তা বলিনি, এবং অঙ্ক করেছি এই কারণে। আজ গ্যালোয়া থিওরীর আরো কিছুদূর পড়লাম। তবে দিনের শেষভাগ একটু বোরিং কাটলো। সাঁতারে বের হলে ভালো হতো। "আমায় থাকতে দে না, আপন মনে আমা থাকতে দে না" রবীন্দ্রসঙ্গীতটা রবীন্দ্রণাথ কোন দুঃখ থেকে লিখেছেন সেটা অনুধাবন করতে পেরেছি। আজ গানটা শোনার সময় লোকটার জন্য মায়া লাগছিলো খুব।  

No comments:

Post a Comment