Sunday, July 21, 2013

কর্মকাণ্ড ১৯

শনিবারে তেমন কোনো কাজ হয়নি। সন্ধ্যায় রাঘভ আর সুপার্থের সাথে হল্যান্ড ভিলেজ গেছিলাম। স্টিংরে মাছ খেলাম তারপর ফিরে এলাম ল্যাবে। হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি কিছুদূর পড়া হয়েছে অবশ্য। এ-ই। এমনকি এই পোস্টটা লেখার কথাও মনে ছিলো না। 

No comments:

Post a Comment