Thursday, July 25, 2013

কর্মকান্ড ২৪

আজ কী করলাম? ঘুম থেকে উঠে গল্পের বই পড়াটা ইফিশিয়েন্ট হচ্ছে না। আধোঘুম আধো জাগরণে, অনেক বেশি সময় লাগে। এইটা আবিষ্কার করলাম আজ। কাপড় ধোয়া হলো। অফিসে আসতে আসতে ১ টা। খেয়ে দেয়ে বসলাম ছবি আঁকতে। স্লাইডের জন্য। কাজটা পেইন হয়ে যাইতেসে। লোইকের কথা না শুনে নিজের মত করলেই ভালো হতো। নিজের বুদ্ধিতে, ফকির হওয়াও ভালো। একটা ইন্টারেস্টিং সেমিনার অ্যাটেন্ড করলাম। কোয়ান্টাম সিস্টেম ব্যবহার করে থার্মোডাইনামিক্স এক্সপেরিমেন্ট। না ঘুমিয়ে, লেকচার শোনার উপায় আবিষ্কার করেছি। প্রতিটা কথা বুঝতে চেষ্টা করতে হবে অ্যাক্টিভলি। হাল ছাড়লেই ঘুম আসে। 

No comments:

Post a Comment