Tuesday, July 30, 2013

কর্মকাণ্ড ২৭

সকালে উঠে পড়াশুনা করলাম কিছুক্ষণ। এরপর ব্রেকফাস্ট করে IQC তে গেলাম। সামার স্কুল। জেটল্যাগ হয়নি একদম। ক্লাসগুলোও ফলো করতে পেরেছি ঠিকঠাক। এটা কি বেশি বেশি ভেজিটেবল খাওয়ার কারণে? ব্যাপারটা ইনভেস্টিগেট করতে হবে। ক্লাস শেষে লাউঞ্জে বসে কাজ করছিলাম পেপার রিভিউটা নিয়ে। এখানে রুমগুলো ছোট, আর দেয়াল স্বচ্ছ হওয়ায় অস্বস্তিকর। তবে লাউঞ্জগুলো খুব সুন্দর। আলা নামের একটা ছেলের সাথে পরিচয় হলো। এখানকার মাস্টার্স ছাত্র। ও আমার জন্য পেপার প্রিন্ট করে দিলো। 

No comments:

Post a Comment