Tuesday, July 23, 2013

কর্মকাণ্ড ২১

গতকাল কী করলাম? হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি পড়া হলো। ইলাস্ট্রেটরে নতুন কিছু জিনিশ শিখলাম। TIMC শুনতে শুনতে রান্না করলাম। খিচুড়ি। সাঁতার কাটলাম ১ কিলোমিটার। ডেমো টক দিলাম। তার জন্য স্লাইড প্রিপেআর করলাম। এইতো, এভাবেই দিনটা কেটে গেল। বোঝাই যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না দিনকাল। 

No comments:

Post a Comment