আজ ঘুম থেকে উঠে, গল্পের বই পড়লাম কিছুক্ষণ। বাসায় ফোন দিয়ে লোচনকে পড়াশুনায় উৎসাহ দিলাম। তারপর হঠাৎ খুব লিখতে ইচ্ছে হলো। লিখে পোস্ট করতে করতে বিকাল সাড়ে তিনটা। এরপর গোলাম আজমের বিচারের রায় হলো। এই গণহত্যাকারীর ফাঁসি দিলো না আদালত। সবাই ক্ষুব্ধ-বিক্ষুব্ধ। এর মধ্যে আমার হালকা চালের লেখাটা খুব বেমানান লাগছিলো। ব্যক্তিগত ব্লগে সরিয়ে নিলাম তাই। অফিসে গিয়ে এর পর কিছু ডায়াগ্রাম আঁকলাম। কালকের জন্য একটা মিটিং রুম বুকিং দিলাম। তারপর ইউটাউনে এসে খেয়েদেয়ে আরো খানিকটা কাজ করে এই পোস্টটা লিখছি। বিমর্ষ লাগছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment