Monday, July 15, 2013

কর্মকাণ্ড ১৩

গতকাল গল্পের বই পড়লাম। ডেভিড মিচেলের জ্যাকব ডি জোয়েট। আসলেই অনবদ্য এক গল্প লিখেছে সে। এখনো শেষ হয়নি। তবে গল্পের প্রতি মোড়ে মোড়ে উত্তেজনা! এরকম গল্পই ভালো লাগে।

সাতার কেটেছি ৫০০ মিটার। এই তো, এসব ছাড়া তেমন কাজ হয়নি কোনো।

No comments:

Post a Comment