সকালে উঠে খেয়েদেয়ে, রাঘবকে নিয়ে গেলাম আবার কেনাকাটায়। বই কিনলাম দুটো। বোরহেসের দ্য আলেফ। আর ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ডিস্টোপিয়ান সাইফাই গল্পের সংকলন। দেখা যাক কেমন হয়। এরপর রাতে প্লেনে উঠে রওনা দিলাম কানাডার পথে। দক্ষিণ কোরিয়ার সিউলের ইচিলন এআরপোর্টে ৫ ঘন্টার ট্রান্সিট ছিলো। বেঞ্চে ঘুমিয়েছি। তারপর আবার প্লেনে উঠে চলে এলাম। এন্টারটেইনমেন্ট সিস্টেমের মুভিগুলো ছিলো সব ক্র্যাপ। তাই গল্পের বই ই বেশি পড়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment