গতকাল সাতার কাটলাম ১ কিলোমিটার। এ ছাড়া আর কী করেছি মনে পড়ছে না। ওহ, ডালের একটা গল্প পড়েছি। হিচহাইকার্স গাইডও পড়েছি খানিকটা। আর একটা গল্প বানিয়েছি। লেখা হয়নি অবশ্য। প্রেসার ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। এখন থেকে কোনো দায়িত্ব নিয়ে চাপ মনে হলে সরাসরি বলে দেব যে কাজটা আমি করবো না। অথবা, অফিসে বসে, এখন করি, তখন করি করে সময় নষ্ট করাটাও বাদ দিতে হবে। অল্প একটু কাজ করবো। বাকি সময় ইচ্ছে মত থাকবো। চাপ নিলে কিছু করতে পারি না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment