Friday, July 12, 2013

কর্মকাণ্ড ১০

গতকাল, ইলাস্ট্রেটরের কাজগুলো করে আপডেটেড টকটা ডেমো দিলাম। ছবি আঁকতে আঁকতে টক নিয়ে ভাবার সময় পাইনি। পুরো টকটা চিন্তাভাবনা করে ডিজাইন করতে হবে। TIMC (দ্য ইনফিনাইট মানকি কেইজ) এর সূত্রে দারুণ একটা কবিতার খোঁজ পেয়েছি। ম্যাসফিল্ডের  Lollingdon downs   এই মহাবিশ্ব নিয়ে এত চমৎকার কবিতা আগে পড়িনি স্টেনজা ৫ তো অনবদ্য ব্রায়ান ব্লেসেডের আবৃত্তি খুব নাড়া দিয়ে গেল। এখানে এম্বেড করি,

গতকাল সাঁতার কাটলাম অনেক্ষণ। আর উকুলেলেটা বের করেছি আবার। একটা ফ্রী টিউনার অ্যাপ পেয়েছি।
স্কেচিং নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি।
আরো অনেক কিছু করা বাকি. . . 

No comments:

Post a Comment