Sunday, July 21, 2013

কর্মকাণ্ড ২০

এই ব্লগপোস্টগুলো যদি কেউ ফলো করে তাহলে তার জন্য কী দূর্ভাগ্যের ব্যাপারই না হবে! আমার বোরিঙঅস্য-বোরিং দিনযাপনের ফিরিস্তি কে পড়তে চায়? আজ সকালে উঠে হিচহাইকার পড়া হলো। মনে মনে আমার টকটার কিছু ব্যাপার গুছিয়ে নিলাম। সাঁতার কাটলাম প্রায় ১ কিলোমিটার। তারপর সারাদিন ঝিমানি, আর আড্ডাবাজি। নিলয় নন্দীর একটা গল্প পড়ে ভালো লেগেছে। টেড টক শুনেছি। TIMC শুনেছি। এইসব। পৃথিবীর সব স্কলার আমার মত অকর্মন্য হলে, সারা পৃথিবীটাই তৃতীয় বিশ্ব হয়ে থাকতো। 

No comments:

Post a Comment