আজকের দিনটা ভালো গেল না। কানাডার ভিসার জন্য কাগজ পত্র জমা দিলাম। সেজন্য বেশ সকালে উঠতে হয়েছে। এরপর অবধারিত ভাবেই ঝিমাতে ঝিমাতে কেটেছে সারা সকাল। ওয়াট্রাসের নোট গুলো নিয়ে বসেছিলাম। কিন্তু মাথা কাজ করেনি তেমন। এর পর, সেট নিয়ে লিখতে বসি। যেটা মোটামুটি কাজে লেগেছে।
অফিসে নতুন বুকসেল্ফ কেনা হয়েছে। টেবিল থেকে তাই বই পত্র গুলো শেল্ফের এক তাকে উঠালাম। টেবিলটা মোছামুছি করলাম। শাফায়েত ICPC এর লাইভ স্কোর বোর্ডের লিঙ্ক দিলো। সারাদিন ওটা ফলো করছিলাম শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান দেখলাম। ITMO চ্যাম্পিয়ন হলো। ওদের দলে tourist নামের একজন প্রডিজি আছে। বুয়েট তিনটা আর শাহজালাল ১ টা সমাধান করেছে। তবে এখন আর এত অল্পতে সন্তুষ্ট হতে পারি না। আমাদের ছেলে-মেয়েরা কবে যে, ফাইনালেও আটটা দশটা সমাধান করতে শিখবে।
এইতো, এসব ছাড়া তেমন কোনো কাজ হয়নি। স্লাইড বানানোর কাজটা আজও হলো না। একগাদা ইউটিউব ভিডিও দেখা হলো অবশ্য। ইনফিনাইট মানকি কেইজ এর দুটো পর্ব শুনলাম।
অভিজিৎ দার লেখাটা পড়লাম মুক্তমনায়। তার কোনো লেখা পড়লেই আমার মনে হয়, কবে যে এমন করে লিখতে পারবো!
যথেষ্ট কাজ না করলে কেমন যেন ডিপ্রেশন ভর করে। ডিপ্রেস্ড লাগছে।. . .
অফিসে নতুন বুকসেল্ফ কেনা হয়েছে। টেবিল থেকে তাই বই পত্র গুলো শেল্ফের এক তাকে উঠালাম। টেবিলটা মোছামুছি করলাম। শাফায়েত ICPC এর লাইভ স্কোর বোর্ডের লিঙ্ক দিলো। সারাদিন ওটা ফলো করছিলাম শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান দেখলাম। ITMO চ্যাম্পিয়ন হলো। ওদের দলে tourist নামের একজন প্রডিজি আছে। বুয়েট তিনটা আর শাহজালাল ১ টা সমাধান করেছে। তবে এখন আর এত অল্পতে সন্তুষ্ট হতে পারি না। আমাদের ছেলে-মেয়েরা কবে যে, ফাইনালেও আটটা দশটা সমাধান করতে শিখবে।
এইতো, এসব ছাড়া তেমন কোনো কাজ হয়নি। স্লাইড বানানোর কাজটা আজও হলো না। একগাদা ইউটিউব ভিডিও দেখা হলো অবশ্য। ইনফিনাইট মানকি কেইজ এর দুটো পর্ব শুনলাম।
অভিজিৎ দার লেখাটা পড়লাম মুক্তমনায়। তার কোনো লেখা পড়লেই আমার মনে হয়, কবে যে এমন করে লিখতে পারবো!
যথেষ্ট কাজ না করলে কেমন যেন ডিপ্রেশন ভর করে। ডিপ্রেস্ড লাগছে।. . .
No comments:
Post a Comment