আজ উঠলাম খুব ভোরে। মানে সোয়া সাতটায়। কানাডিয়ান হাইকমিশন থেকে পাসপোর্টটা উদ্ধার করলাম। ভিসা পেয়েছি। তার মানে এই মাসের শেষে ওয়াটারলুতে হাজির হবো। সঙ্গে ডেভিড মিচেলের থাউজেন্ড অটাম অফ জ্যাকব ডি জোয়েট ছিলো। পড়েছি পুরোটাপথ। এবং ক্যাম্পাসে ফেরার পরেও বইটা নামিয়ে রাখা অসম্ভব মনে হচ্ছিলো। ফলে পড়ে শেষই করে ফেললাম। ঘড়িতে ততক্ষণ বাজে বারোটা। আগের কদিন এই সময় বা তারও পরে বাসা থেকে বেরিয়েছি। আরেকবার মনে পড়ে গেল, সকাল সকাল ঘুম থেকে উঠলে কর্মদিবস কত বড় হয়ে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment