Tuesday, July 16, 2013

কর্মকাণ্ড ১৫

আজ ঘুম থেকে উঠতে দেরী হয়েছে। কারণ গতকাল ঘুমাতে গেছি প্রায় ভোরে। গোলাম আজমের বিচারের রায় নিয়ে বিমর্ষ ছিলাম। এইসব চুদুর বুদুর দেখতে দেখতেই জীবন কাটবে। সকালে ডেভিড মিচেলের বইটা পড়েছি আরো কিছু দূর। আজ স্লাইড নিয়ে কিছুক্ষণ কাজ করলাম। তারপর ডেমো দিলাম লোইককে। বিকাল পাঁচটা বেজে গেছে প্রায়। আবারো মিচেলকে নিয়ে বসি... 

No comments:

Post a Comment