Saturday, July 13, 2013

কর্মকাণ্ড ১১

গতকাল কাজের মধ্যে একটা জিনিসই করেছি সেটা হলো কর্মকাণ্ড ১০ নামক পোস্টটা লেখা। আইনস্টাইনের লেখা বইটা পড়তে শুরু করেছিলাম কিন্তু জমলো না। TIMC শোনা হয়েছে। অভিষেকের সাথে পরিচয় হলো। সে ইকোনোমিক্সে পিএইচডি করেছে প্যারিস এ থাকে। এখানে এসেছে, ইন্টারভিউ দিতে। জব ইন্টারভিউ।

উকুলেলে বাজানো হলো খানিকটা। ইউটিউবে নানান রকম ভিডিও দেখলাম। তারপর ঘুম। বিশ্ব জয় করার আগে নিজেকে জয় করতে হয়। এই হলো গতকালের উপলব্ধি। কনসিস্টেন্টলি একটা নির্দিষ্ট কাজ করে যাওয়া দেখছি আমার পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডিস্ট্রাকশনে সাড়া দেই বেশি। বোনদেরকে চিঠি লিখতে বসেছিলাম। শেষ না করেই উঠে গেলাম।

একেকটা দিন এত অনুর্বর কাটছে! 

No comments:

Post a Comment