গতকাল পোস্টটা মিস গেছে। তাই এখনই লিখি।
ভেবেছিলাম। স্লাইড বানানোর কাজ করব কিন্তু তেমন কিছুই করিনি গতকাল। ঘুম থেকে উঠতে উঠতে যথারীতি ১১ টা। এরপর বাইরে গেলাম নাস্তা করতে। একসময় কিছু কেনাকাটা করা হলো। রাইস কুকার, পরাটা এইসব। এইসব ভেজে খেয়ে, একটা ইনফিনাইট মানকি কেজ শুনে আর ডেভিড মিচেলের উপন্যাসটার খানিকটা পড়েই কেটে গেল দিন। রাতে ডেস্পিকেবল মি ২ দেখলাম। খুবই উপভোগ্য অ্যানিমেশন ফিল্ম। আরো অনেক কিছু করা যেত। এক রকম অপচয়ই হয়ে গেল দিনটা।
ভেবেছিলাম। স্লাইড বানানোর কাজ করব কিন্তু তেমন কিছুই করিনি গতকাল। ঘুম থেকে উঠতে উঠতে যথারীতি ১১ টা। এরপর বাইরে গেলাম নাস্তা করতে। একসময় কিছু কেনাকাটা করা হলো। রাইস কুকার, পরাটা এইসব। এইসব ভেজে খেয়ে, একটা ইনফিনাইট মানকি কেজ শুনে আর ডেভিড মিচেলের উপন্যাসটার খানিকটা পড়েই কেটে গেল দিন। রাতে ডেস্পিকেবল মি ২ দেখলাম। খুবই উপভোগ্য অ্যানিমেশন ফিল্ম। আরো অনেক কিছু করা যেত। এক রকম অপচয়ই হয়ে গেল দিনটা।
No comments:
Post a Comment