Thursday, July 4, 2013

কর্মকাণ্ড ৩

কী করলাম আজ!
সকালে উঠে অফিসে আসতে আসতে বেলা ১১ টা। আসার পথে ইনফিনাইট মানকি কেইজ শোনা হলো দেড়পর্ব। স্লাইড বানাতে শুরু করলাম, তারপর কীভেবে কোর্সেরার ক্রিপ্টোগ্রাফী কোর্সের পেন্ডিং লেকচারগুলো শুনতে শুরু করলাম। পড়ার একটা মুড এসে গেছিলো। এসময় গেলাম গ্রুপ মিটিং এ। ভালোই কাটছিলো, কিন্তু আমার পালা আসলে পরে অতুল কিছু প্রশ্ন করলো। ওর প্রশ্নের উত্তর দিতে গিয়ে একগাদা বক বক করলাম। এবং, তখনই, রেশটা কেটে গেল। আমি খেয়াল করেছি, কথা বললে আমার উদ্দিপনা নাশ হয়। একটা কল্পবিজ্ঞান গল্পের প্লটও মাথায় এসেছিলো। কোনো বস্তু জীবিতি কী মৃত, সে বিষয়ে। এটা লেখার মুডও চলে গেল। যাই হোক, দুপুরের খাওআ দাওয়া শেষে, বসলাম কোর্সেরা নিয়ে। প্রায় ১ ঘন্টার লেকচার বাকি ছিলো। তারপ পরীক্ষা দিলাম।  ৮.৪৫ এর মধ্যে পেয়েছি ৮.১০। স্রেফ বেখেয়ালে ০.৩৫ মার্ক্স হারালাম। তবে কোর্সটা খুবই ইন্টারেস্টিং। কিছুটা উদ্দিপনা পুনরুদ্ধার হলো এসব করে। তারপর আবার বিকালের খাওয়ার সময় হয়ে গেল! ফিরে এসে, বসলাম একটা এনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করতে। এবং এটা করতে গিয়েই অবাক হয়ে লক্ষ্য করলাম, সিম্পল সি কোড লিখতে গিয়ে লাখ লাখ বাগ হয়ে যাচ্ছে! সব ডিবাগিং করার পরে, দেখা গেল, যেভাবে ডিক্রিপ্ট করতে চাচ্ছি, সেটাই ভুল। ঘড়িতে সময় রাত ৯টা ১৭। তেমন কিছু না করেই দিনটা এভাবে শেষ হয়ে গেল।



No comments:

Post a Comment