Friday, July 5, 2013

কর্মকাণ্ড ৪

যথারীতি, ঘুম থেকে উঠতে দেরী হয়ে গেল। তারপর, মিচেলের বইটার কয়েক চ্যাপ্টার পড়লাম। অফিসে এসে, কী করি, কী করি করতে করতে মনে পড়লো, জিআরপি রিপোর্ট বিষয়ে স্কুল অফ কম্পিউটিং এ যোগাযোগ করার কথা। সেইসব মেইল চালাচালির ফাঁকে, ইয়ার ট্রেইনিং এর একটা চমৎকার সাইট খুঁজে পেলাম। স্লাইডগুলোতে কিছু কনটেন্ট যোগ করলাম। জিআরপি রিপোর্ট লিখতে শুরু করলাম। আর সুপারভাইজরকে আপডেট জানালাম সবকিছুর। বেলা বাজে দুপুর ৩:৩০। অফিসে আসার পথে ইনফিনাইট মানকি কেইজের একটা পর্ব শুনেছি, ফিজিক্স বনাম কেমিস্ট্রি। আজকাল ফিজিক্স যেমন জনপ্রিয় হচ্ছে, কেমিস্ট্রি তেমন হচ্ছে না। কেমিস্টদের উচিৎ পপুলারাইজেশন নিয়ে কিছু কাজ করা।

হ্যাপিনেস নিয়ে এই টকটা ভালো লাগলো -


No comments:

Post a Comment