Monday, July 29, 2013

কর্মকাণ্ড ২৫

শুক্রবার সকালে, লোইক কে প্রেজেন্টেশনের ফাইনাল স্লাইডগুলো দেখালাম। সবকিছু ঠিকঠাক করা হলো। অবশ্য মৃদু ঘষামাজা বাকি এখনো। আজ কালের মধ্যে করে ফেলতে হবে। এর পর কেনাকাটা করলাম সন্ধ্যায়। ইশতিয়াকের সাথে গিয়ে ব্যাগ কিন্তে গিয়ে রাত ২ টা বাজলো। সঙ্গে টি-শার্ট কিনেছি। 

No comments:

Post a Comment